অযথা কেন শেয়ার করছেন?

প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুক, মেসেঞ্জার সহ সকল মাধ্যমে ভ্রান্ত ও ভুলে ভরা বিরক্তিকর স্ট্যাটাস ও মেসেজ আসতেই থাকে…..

আজকাল ফেসবুকে কিছু অবিবেচক লোক ভুল ও ভ্রান্ত তথ্য দিয়ে নানাবিধ স্ট্যাটাস দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করে থাকেন।

সাধারণত কিছু সস্তা লাইক আর কমেন্টের আশায় এই ধরনের অনৈতিক কাজের সহিত নিজেকে সম্পৃক্ত করছেন।

দেশে বিদেশে কোনো ঘটনা ঘটলেই, এই সমস্ত লোক অতি উৎসাহী ও আগ্রহী হয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ও সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার লক্ষ্য নিয়েই এই অপ তৎপরতা শুরু করে দেন।

বিশেষ করে এই মুহুর্তে যখন সারা বিশ্ব করোনা ভাইরাসের ভয়াবহ আক্রান্তের শিকার হয়েছে। মানব জাতি ও মানব সভ্যতা যখন হুমকির সম্মুখীন। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ডাক্তার, নার্স সহ সকল স্বাস্থ্য কর্মীরা অসুস্থ রোগীদের চিকিৎসা সেবায় ব্যস্ত সময় পার করছেন। চিকিৎসা বিজ্ঞানীরা কার্যকর ঔষধ আবিষ্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব প্রাপ্ত সংস্থা ও সরকার সার্বিক পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাত-দিন কাজ করে যাচ্ছেন।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সরকারি-বেসরকারি সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, নিম্ন আয়ের মানুষের সমস্ত আয়ের পথ রুদ্ধ হয়ে গেছে, মানুষ দুশ্চিন্তা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন।

জাতির এই ক্রান্তি কালে কিছু অবিবেচক লোক এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছেন। দেশে বিদেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতিতে নানাবিধ ভূল ও ভ্রান্ত তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন।

আর আমরাও সেই সমস্ত স্ট্যাটাস ও তথ্য বুঝে না বুঝে, সত্য মিথ্যা যাচাই না করে, ফেসবুক ও মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করে আরো অতিরিক্ত ভাইরাল করে দিচ্ছি।

এতে সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত সংস্থা গুলো বিভ্রান্ত হচ্ছে ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। কোন তথ্য, কোন স্ট্যাটাস দেখলেই তার সঠিকতা ও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা উচিত। সঠিকতা ও সত্যতা নিশ্চিত হওয়া গেলে, মানুষের কল্যাণে অধিক মানুষের দৃষ্টি গোচরে আনা যেতে পারে। নচেৎ এই ধরনের স্ট্যাটাস দেখে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্থ ও বিভ্রান্ত হতে পারেন। সাধারণ জনগণ ও সরকারের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যদি সম্ভব হয় এই ক্লান্তিকালে অসহায় মানুষদের সহযোগিতা করুন, দেশকে সহযোগিতা করুন। আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করুন।
নচেৎ দূরে থাকুন, অনেক দূরে….

সুতরাং আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন।

×

About Us

At Alamgir Lands Consultancy, we are dedicated to providing exceptional land consultancy services tailored to meet the diverse needs of our clients. With our wealth of knowledge and expertise in the real estate industry, we offer comprehensive solutions to assist you in making informed decisions and maximizing the value of your land assets.

CONTACT US

Location

Copyright © 2020-2024 Alamgir Lands Consultancy. All rights reserved.
Development by Royal Technologies